উপজেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থান
পানিশাইলের আখড়া
প্রায় ৫০০শত বছরের
পুরেনো এ আখড়া উত্তরভাগ
ইউনিয়নে অবস্থিত।বিখ্যাত মরমী-বৈষ্ণব কবি
রাধারমণ দত্ত এখানে সাধন-ভজনের জন্য এখানে
ছিলেন।অন্যান্য বিখ্যাত বৈষ্ণব সাধকের সমাধীর
পাশাপাশি রাধারমণের নামেও একটি সমাধি
এখানে আছে।
পাঁচগায়ের বিখ্যাত দূর্গা মন্দির
পাঁচগায়ের ঐতিহাসিক দূর্গা মন্দির দেশব্যাপি
ব্যাপক পরিচিত।ভিন্নধর্মী পূজা-যজ্ঞানুষ্ঠান দেখার
জন্য প্রতি বছর শারদীয়
দূর্গা-উৎসবে হাজার হাজার
মানুষ এখানে আসেন।'লাল'
বর্ণের প্রতিমার পূজা উপমহাদেশের আর
কোথাও দ্বিতীয়টি নেই।