সোমবার, ১৩ জুলাই, ২০১৫

ফটোশপের মাধ্যমে স্কেচ তৈরি করুন


বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করিলাম আজকের পোস্ট। যদি কোন ভুল থাকে ক্ষমা করবেন।


ফটোশপের মাধ্যমে স্কেচ তৈরি করুন 

চলুন শুরু করি আজকের লেখা
 
আপনার পছন্দের যেকোন একটি পিকচার ওপেন করুন



 2এবার Layer মেন্যুতে যেয়ে New থেকে Layer via Copy অথবা কীবোর্ডে Ctrl+J  প্রেস করুন


দেখুন Layer 1 ওপেন হয়েছে। এবার Layer 1 সিলেক্ট করে দিন
Image মেন্যু থেকে Adjustments এর মাঝে যেয়ে Desaturate করুন

এখন নিচের মত দেখাবে

এখন Layer টিকে duplicate Layer করুন


এবার Image মেন্যুতে যেয়ে Adjustments থেকে Invert করুন


এতে করে আপনার ডার্ক ইমেজ লাইট হয়ে যাবেএখন Layer এ গিয়ে Color Dodge সিলেক্ট করুন

আপনি সবকাজ সফল ভাবে করতে সম্পন্ন হলে আপনার পিকচার এরকম দেখাবে


ফটোশপে Filter মেন্যুতে যেয়ে Other থেকে Minimum সিলেক্ট করে দিন

এখন Radius কে 5 pixel করে দিন এবং Ok করে বের হয়ে আসুন

আপনি সবকাজ সফল ভাবে করতে সম্পন্ন হলে আপনার পিকচার এরকম দেখাবে


এরপর সবকটি layer কে merge visible করে দিন এবং ঐ layer টিকে duplicate করুন

এবার আমরা লেয়ার 2 এর blend mode চেঞ্জ করবো। blend mode চেঞ্জ হবে Multiply তে এবং Opacity 53% করেদিতে হবে

ফলাফল!!
সবাইকে ধন্যবাদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন