বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করিলাম আজকের পোস্ট। যদি কোন ভুল থাকে ক্ষমা করবেন।
ফটোশপের মাধ্যমে স্কেচ তৈরি করুন
চলুন
শুরু
করি
আজকের
লেখা।
১ আপনার পছন্দের যেকোন একটি পিকচার ওপেন করুন
2 এবার Layer মেন্যুতে যেয়ে New থেকে Layer via Copy অথবা কীবোর্ডে Ctrl+J প্রেস করুন।
দেখুন Layer 1 ওপেন হয়েছে। এবার Layer 1 সিলেক্ট করে দিন।
৩ Image মেন্যু থেকে Adjustments এর মাঝে যেয়ে Desaturate করুন।
এখন নিচের মত দেখাবে
৪ এখন Layer টিকে duplicate Layer করুন
৬ এতে করে আপনার ডার্ক ইমেজ লাইট হয়ে যাবে। এখন Layer এ গিয়ে Color Dodge সিলেক্ট করুন
আপনি সবকাজ সফল ভাবে করতে সম্পন্ন হলে আপনার পিকচার এরকম দেখাবে
এখন Radius কে 5 pixel করে দিন এবং Ok করে বের হয়ে আসুন।
ফলাফল!!
সবাইকে ধন্যবাদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন