রবিবার, ১৬ নভেম্বর, ২০১৪

রাজনগর উপজেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থান



উপজেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থান

পানিশাইলের আখড়া

প্রায় ৫০০শত বছরের পুরেনো আখড়া উত্তরভাগ ইউনিয়নে অবস্থিত।বিখ্যাত মরমী-বৈষ্ণব কবি রাধারমণ দত্ত এখানে সাধন-ভজনের জন্য এখানে ছিলেন।অন্যান্য বিখ্যাত বৈষ্ণব সাধকের সমাধীর পাশাপাশি রাধারমণের নামেও একটি সমাধি এখানে আছে



পাঁচগায়ের বিখ্যাত দূর্গা মন্দির

পাঁচগায়ের   ঐতিহাসিক দূর্গা মন্দির দেশব্যাপি ব্যাপক পরিচিত।ভিন্নধর্মী পূজা-যজ্ঞানুষ্ঠান দেখার জন্য প্রতি বছর শারদীয় দূর্গা-উৎসবে হাজার হাজার মানুষ এখানে আসেন।'লাল' বর্ণের প্রতিমার পূজা উপমহাদেশের আর কোথাও দ্বিতীয়টি নেই


 


মাথিউড়া লেক

মাথিউড়া চা বাগানে প্রাকৃতিকভাবে গড়ে উঠা লেকটি সাম্প্রতিককালে অনেক পর্যটক আকর্ষণ করছে।চাগাছ রাবার বাগান বেষ্টিত লেকটিতে শীতকালে প্রচুর অতিথি পাখির সমাগম ঘটে।নয়নাভিরাম লেকটির শান্ত পরিবেশ উপভোগ করার জন্য শীতকালে প্রচুর দর্শক সমাগম ঘটে।মাথিউড়া বাগানটি রাজনগর উপজেলা খেকে ১০ কি.মি.দূরে টেংরা ইউনিয়নে অবস্থিত



চা বাগান সমূহ

রাজনগর উপজেলায় মোট ১২ টি চা বাগান রয়েছে।এর মধ্যে -ইটা,করিমপুর,উত্তরভাগ-ইন্দানগর,মাথিউড়া,রাজনগর হাজীনগর চাবাগানের অপরুপ প্রাকুতিক সৌন্দর্য অনেক পর্যটকদের সব বাগানে নিয়ে আসে



কাশিমপুর পাম্প হাউজ ফিসপাস

পাম্প হাউজ ফিসপাসটি নির্মাণ হয়েছে মনু সেচ প্রকল্পের অংশ হিসাবে ১৯৮৩ সালে।রাজনগর উপজেলার ২৮০০০ হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদানের লক্ষ্যে বর্ষা মৌসুমে হাওর কাওয়দীঘির জলাবদ্ধতা নিরসনের জন্য এই পাম্প হাউজটি নির্মিত হয়েছে।পাম্প হাউজটির পাশে ফিসপাসটি অবস্থিত।বর্ষাকালে আবদ্ধ জলরাশিতে এই ফিসপাস দিয়ে কুশিয়ারা নদী থেকে মাছের পোণা প্রবেশ করতে পারে সে জন্য অত্যাধুনিক প্রযুক্তিতে ফিসপাসটি নির্মাণ করা হয়েছে



গ্যাস কুপঃ

বাংলাদেশ পেট্রলিয়াম এক্সপ্লেরেসন এন্ড প্রডাকসন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এর ফেঞ্চুগঞ্জ গ্যাস ফিল্ড এর অধীনে তিনটি গ্যাস কুপ রয়েছে। তার মধ্যে দুইটি গ্যাস কুপ রাজনগরের ইন্দেশ্বর ইউনিয়ন ভূমি অফিসের অধিনে রয়েছে। আমিনাবাদ, কুটুমপুর, উত্তরভাগ চান্দভাগ এই চারটি মৌজার মোট .২৫২৫ একর জমি নিয়ে কুপ দুইটি অবস্থিত

@ collected @

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন